ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের জরুরি সভা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:৩৫:২৫ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে নিজেদের ইচ্ছেমাফিক পরিচালিত করছে। বিনা অপরাধে হাজার হাজার মানুষকে কারাগারে বন্দী করে রেখেছে। তাদের এই স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং আইন-আদালতকে সরকারের প্রভাবমুক্ত করার দাবীতে পহেলা জানুয়ারি থেকে এক সপ্তাহ আদালত বর্জন কর্মসূচি পালন করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ আজ এই স্বৈরশাসন থেকে মুক্তি চায়। মানুষের ঐক্যবদ্ধ শক্তি মুক্তিকামী মানুষের বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
তিনি রোববার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নং বারে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট সিলেট শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সভাপতি এডভোকেট মো আলীম উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট মো আনোয়ার হোসেন, এডভোকেট মো. মুহিবুর রহমান, এডভোকেট মো. ফজলুল হক সেলিম, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, এডভোকেট জামিল আহমদ, এডভোকেট মো. আজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট তাজরীহান জামান, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট মো. সফিকুল ইসলাম, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মোবারক হোসাইন, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মো. আব্দুল খালিক, এডভোকেট মো. ছমির উদ্দিন, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট মো. মহিদুল হক, এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মো. সোহেল মিয়া, এডভোকেট হেনা বেগম, এডভোকেট মো মোজাক্কির হোসেন, এডভোকেট গোলাম আকবর, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট মনজুর আহমদ, এডভোকেট মমিনুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি