বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:৩৭:২৪ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: ‘প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বাহরাইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম.মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোঃ মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াছুর রহমান, বাহরাইনে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে দূতাবাসে বিভিন্ন ধরনের সেবা কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস সর্বজনীন পেনশন স্কিমের অধীন প্রবাসী স্কিমে ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন এরকম ১৯ জন প্রবাসীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ২ জন গরীব প্রবাসীকে বিনামূল্যে চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল কার্ড প্রদান করা হয়।