বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:৩৯:৩১ অপরাহ্ন
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা নিয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়।শনিবার ভোট ডাকাতির ৫ বছর, কালো দিবস উপলক্ষে বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে কালো পতাকা নিয়ে অবস্থান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সন্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর বর্তমান আওয়ামীলীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা নবায়ন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এই দিনটিকে দেশবাসী কালোদিবস হিসেবে পালন করে আসছে। নেতৃবৃন্দ একতরফা ও প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান। বিজ্ঞপ্তি