ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:৪৫:৫৮ অপরাহ্ন
ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট (ইসলামিক স্কুল)’র শাহজালাল উপশহর সিলেটের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধা অন্বেষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শাহজালাল উপশহরস্থ ইনস্টিটিউট’র ১ম ক্যাম্পাসে মেধা অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্কলার্স হোম মেজরটিলা শাখার অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক ও ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট উপদেষ্টা মোহাম্মদ রোকনুজ্জামান, গোলাপগঞ্জ এমসি একাডেমি ও কলেজের প্রভাষক মো আলাল মিয়া, ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুব আহমদ। মেধা অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট (ইসলামিক স্কুল)’র শাহজালাল উপশহর সিলেটের প্রিন্সিপাল মো. মুমিনুল হক।
ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা নূর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও ইনস্টিটিউট’র সিনিয়র শিক্ষক মো. ছমির আলী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ ও পুরুস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি