বাসদের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৮:০২:২০ অপরাহ্ন
একতরফা নির্বাচন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ করে দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
রোববার বিকাল ৪টায় আম্বরখানা-চৌহাট্টা এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য রত্না বসাক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের রুমন বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার ঋত্বিক রোশন, অর্চিতা শর্মা প্রমূখ। নেতৃবৃন্দ ৭ জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি