দক্ষিণ সুরমা কদমতলীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৮:১০:৩৩ অপরাহ্ন
বিএনপি ঘোষিত নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রোববার বিকেলে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, গনসংযোগ ও লিফলেট বিতরনে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল জলিল, হাসান হাফিজুর রহমান টিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুমেল আহমদ রুশন,সেলিম আহমদ, আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, দিহান আহমদ হারুন প্রমুখ। বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ ও গনসংযোগে দক্ষিণ সুরমা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৪ ঘটিকায় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযুদ্ধা পয়েন্ট থেকে শুরু করে হুমায়ুন চত্বর পর্যন্ত লিফলেট বিতরণ, গনসংযোগ ও প্রতিবাদ মিছিল করা হয়। বিজ্ঞপ্তি