নির্বাচন: ১১ দিনে সারা দেশে ২১৫ জন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৮:২১:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ১১ দিনে সারা দেশে ২১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দুই মাসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ২২১টি। রোববার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ১১ দিনে সারাদেশে ২১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময়ে মামলা হয়েছে ১৮৪টি। এছাড়া গত নভেম্বর ও ডিসেম্বর দুই মাসে ২২১টি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ৪৩৮ জনকে।