সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৭:৩৩:৫২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিয়ানীবাজারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়ীতে তল্লাশী অব্যাহত রয়েছে। এরই ধারবাহিকতায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলায় সাবেক এক ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী ও স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীদের হুমকীর ঘটনা ঘটেছে। সাবেক ঐ ছাত্রশিবির নেতার নাম মোঃ অহিদুল ইসলাম (৪৪)। তিনি উপজেলার বৈরাগীবাজার খশিরবন্দ গ্রামের মো. মুজাম্মিল আলীর পুত্র ও সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচী চলছে। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী হার্ডলাইনে রয়েছে। পাশাপাশি হরতাল ও অবরোধ বিরোধী কর্মসূচী নিয়ে সরকারী দলের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বিয়ানীবাজারে বিএনপি-জামায়াতের দলীয় লোকজন গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। তাদেরকে হঠাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পিকেটিং ও মিছিল সমাবেশ করতে দেখা গেছে।
এদিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল উপজেলার বৈরাগীবাজার খশিরবন্দ গ্রামের মো. মুজাম্মিল আলীর পুত্র সাবেক ব্যাংক কর্মকর্তা অহিদুল ইসলামের বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও উপস্থিত থাকতে দেখা গেছে। পুলিশ বার বার অহিদুল ইসলামের অবস্থান জানতে চেয়েছে এবং ফেইসবুকে সরকারবিরোধী অপপ্রচার বন্ধ করার জন্য পরিবারের সদস্যদেরকে শাসিয়ে গেছে।
এ ব্যাপারে মোঃ অহিদুল ইসলামের বড় ভাই মোঃ অলিউর রহমান বলেন, আমার ভাই অনেক দিন থেকে দেশের বাইরে রয়েছেন। সে দেশে থাকতে জামায়াত ছাত্রশিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। এরপর ইসলামী ব্যাংকে চাকুরী নেয়ার পর থেকে রাজনীতির বাইরে ছিল। গতকাল পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। আমরা ভয়ে জীবনযাপন করছি।