আদালতে যাওয়ার পথে এক মহিলার উপর হামলা ও গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যার চেষ্টা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৬:০৮:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: রানা হত্যা মামলার পরিচালনা করার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য আদালতে যাওয়ার পথে এক মহিলার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পরে তাকে আহত অবস্থায় গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যার চেষ্টা করে তারা। তবে আগুনে ঝলসে গেছে মহিলার শরীর। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মৌলভীবাজার জেলার রাজনগরে। আহত মহিলার নাম দিলারা বেগম। তিনি রাজনগরেরর কেশরপাড়া গ্রামের মৃত রানা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে দিলারা বেগমের স্বামী রানা মিয়াকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার আসামীগণ স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তিবর্গ। মামলা তুলে নেয়ার জন্য তাকে নানা ধরনের চাপ দেন তারা। কিন্তু স্বামী হত্যার বিচারের জন্য তিনি আসামীগণের চাপ মোকাবেলা করেই মামলা চালিয়ে যাচ্ছেন। গতকাল তিনি মামলা পরিচালনার জন্য তাহার আইনজীবীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়ি থেকে একটি কারযোগে মৌলভীবাজার আদালতে যাচ্ছিলেন। বাড়ি থেকে গাড়িযোগে আদালতে যাওয়ার পথে গাড়িটি বাড়ির নিকটবর্তী মহাসড়কে উঠাকালীন সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গাড়ির গতিরোধ করে তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে তাকে গাড়ির ভেতরে রেখে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর আগেই তিনি আগুনে পুড়ে ঝলসে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। পূর্ব শত্রুতামির জের ধরে এ হামলা চালানো হয়েছে জানিয়েছেন দিলারা বেগমের আত্মীয়-স্বজনরা। দিলারা বেগমের স্বামী হত্যার আসামীগণ এ কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজনগরে একটি গাড়িতে হামলা ও আগুন লেগেছে শুনে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।