কুলাউড়া দক্ষিণ পাড়া গ্রামের জামায়াত নেতা সাইফুরের ২ মামলা ও ওয়ারেন্ট নিয়ে দেশ ছেড়ে পলায়ন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫২:১৯ অপরাহ্ন

ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার: ২ টি মামলা ও ওয়ারেন্ট নিয়ে দেশ থেকে পালিয়ে গেলেন আসামী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের জামায়াত নেতা সাইফুর রহমান খান।
সংবাদ সুত্রে জানা যায় বেশ কিছুদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছিলেন সিসিক ৯ নং ওয়ার্ড জামায়াত নেতা কুলাউড়া দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল গফফার খানের ছেলে সাইফুর রহমান খান। নগরীর কোতোয়ালি ও এয়ারপোর্ট থানায় তার নামে ২ টি টি মামলা সহ ওয়ারেন্ট ভুক্ত হয়েও দেশ ছাড়েন সাইফুর রহমান খান। তার পরিচালিত সরবারাহকারী প্রতিষ্ঠান স্বদেশ বাংলা গ্রুপের অফিসে গেলে তার পার্টনাররা বলেন মামলা হওয়ার পর সে গা ঢাকা দিয়েছে। এরপর থেকে তাদের সাথে সম্পর্কের অবনতি হয়।
ওয়ারেন্ট হওয়ার পর সে তার ব্যবসার অংশ আওয়ামী দলিয় লোকদের দখলে যাওয়ায় তিনি সংকিত ও ভীত হয়ে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে যান। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন তার কাছে সাইফুর রহমান খানের দেশ থেকে পলায়নের কোনো তথ্য নাই। তবে সাইফুর রহমান খানের নামে একাদিক মামলা ও ওয়ারেন্ট আছে তাকে ধরতে তার গ্রামের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় তাদের অভিযান অব্যাহত আছে।







