শেখ হাসিনার সিলেট আগমনে উচ্ছ্বাস : আবুল কালাম আজাদ লায়েকের নেতৃত্বে সিলেটে আওয়ামী লীগের বিশাল স্বাগত মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: আজ ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার পুরো শহর জুড়ে উৎসবে পরিণত হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা স্বাগত মিছিল বের করেন। বেলা ২টায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের হয়। মিছিলটি সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের নেতৃত্বে চৌহাট্টা এলাকা থেকে শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, সুবিদবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নেতাকর্মীদের “জয় বাংলা”, “জয় শেখ হাসিনা” ধ্বনিতে পুরো সিলেট শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন-যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের প্রতীক। সিলেটবাসী তাঁর নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করবে। আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করে তার হাতকে আরও শক্তিশালী করে তুলতে হবে। আওয়ামীলীগের জয় নিশ্চিত। কেউ পারবেনা আওয়ামীলীগের জয়রথ থামাতে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান নেতৃবৃন্দ।”







