জুড়ীতে নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৫:১০:৫৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিন সোমবার সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা উল্লসিত।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাসের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, ইউপি সদস্য জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল আহাদ ও অজয় বিশ্বাস প্রমুখ।
মানিকসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, শিক্ষক ভাস্কর রুদ্র পাল প্রমুখ। উপজেলার কালাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিপেন্দ্র কুমার-এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন। এছাড়া উপজেলার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।