ওসমানীনগরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৬:১৯:১৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে স¤্রাট আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর কোন ক্লু মিলেনি। ব্যবসায়ী রুহেল মিয়ার ময়না তদন্ত শেষে রোববার বিকালে উপজেলার তিলাপাড়া গ্রামে দাফন করা হয়েছে। সোমবার এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ব্যবসায়ীর ভাই মাজহারুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পোস্ট মর্টেম এর প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওসমানীনগর থানার তদন্ত ওসি নিতেন্দ্রনাথ ঘোষ বলেন, আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর বিকেলে বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া গ্রামের আকল মিয়ার ছেলে বুরুঙ্গা বাজারের ব্যবসায়ী রুহেল মিয়া জনৈক এক মহিলাকে সাথে নিয়ে চিকিৎসার কথা বলে গোয়ালাবাজারস্থ স¤্রাট আবাসিক হোটেলে উঠেন। হোটেলে উঠার ৪৫ মিনিটের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে তাজপুর কদমতলা প্যারাডাইস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।