হামজা ইবতেদায়ী ও কুরআন কোর্স মাদরাসায় বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৬:৩০:২১ অপরাহ্ন
হামজা ইবতেদায়ী ও কুরআন কোর্স মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে সিলেটের লামাকাজী হামজাপুরে অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্নিয়া মাদরাসা সিলেটের শিক্ষক মাওলানা মো. কামরান হোসেন।
হামজা ইবতেদায়ী ও কুরআন কোর্স মাদরাসার মুহতামিম মাওলানা মো. আতিকুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ অলিউর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার আলী, সহ সভাপতি আব্দুর রউফ, সেক্রেটারী হাবিব উল্লাহ, সদস্য আব্দুল জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশরাফ, জয়নাল, হুশিয়ার, জুনেদ, ছালিক আহমদ, হাছন আলী, ইরশাদ আলী, সোবহান, ইলিয়াছ আলী, সিরাই, শাহিদ আলী, আবুল কাহার প্রমুখ। বক্তারা শিক্ষার আলোয় এলাকাকে আলোকিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি