শান্তিগঞ্জের পাগলায় শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৭:১৪:৫৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে থাকা বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নতুন বছরের উপহার হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়নের চার গণমাধ্যমকর্মী।
সোমবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে ১শ’ ৩৩টি শীতার্ত পরিবারের সদস্যদের হাতে উন্নত মানের কমফোর্টার তুলে দেওয়া হয়। গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করেন তারা।
আয়োজকরা জানান, প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাস এলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পেইন শুরু করি। শীতার্তদের জন্য এমন আহ্বানে সাড়া দিয়ে দেশ ও প্রবাসে থাকা মানবিক মানুষেরা টাকা পাঠিয়ে দেন। সেসব টাকাকে একত্রে করে শীতের কাপড় কেনা হয়। অন্যান্য বছর লেপ বিতরণ করা হলেও এবছর ১শ’ ৩৩টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত মানের ফাইবারে তৈরি কমফোর্টার।
দুই ধাপে বিতরণ করা হয়েছে এই কমফোর্টার। প্রথম ধাপে ৮২টি ও দ্বিতীয় ধাপে ৫১টি কমফোর্টার বিতরণ করা হয়েছে। পূর্ব বীরগাঁও, জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের শীতার্তের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।