ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের আদালত বর্জন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৭:২১:৫৯ অপরাহ্ন
আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে আদালতের কার্যক্রম থেকে বিরত থেকে সিলেটের আদালত প্রাঙ্গণে সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। জেলা জজ আদালতের সামনে অবস্থান, আদালত চত্বরে খন্ড খন্ড মিছিল শেষে ২ নং বার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সভাপতি এডভোকেট মো. আলীম উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন না। আইন মন্ত্রণালয়ের ইচ্ছেমাফিক চলছে বিচারব্যবস্থা। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশের মৌলিক সকল কাঠামো বিনষ্ট করেছে। তাদের একটাই চাওয়া, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকা। এই দুঃশাসন থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।
আদালতের কার্যক্রম হতে বিরত থেকে অবস্থান কর্মসূচি, মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট মো মুহিবুর রহমান, এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, এডভোকেট মো. ফজলুল হক সেলিম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট মির্জা হোসেন, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মো. দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মো. সফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট রুহিনা বেগম, এডভোকেট মো. খোরশেদ আলম, এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট আমিনুল হক খান, এডভোকেট মো. খালেদ হোসেন, এডভোকেট মনজুর ইলাহি সামি, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট মো. মহিদুল হক, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট নাসির উদ্দীন সাদিক, এডভোকেট সৈয়দ রিয়াজ, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট মো. মোজাক্কির হোসেন, এডভোকেট মো. ইয়াসিন, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট রহমত আলী, এডভোকেট মোজাম্মিল হোসেন, এডভোকেট নাজমুল হুদা শাহান, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি