বই উৎসবে মাতোয়ারা গোয়াইনঘাট
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৮:৩৪:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: বৎসরের প্রথম দিনে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বিনামুল্য পাঠ্যবই বিতরণ উৎসব চলে গোয়াইনঘাটে। সকালে গোয়াইনঘাট মডেল সরকারী উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
সকাল ১০টায় পিরিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সোনামনিরা হতে বই পেয়ে আনন্দে আত্মহারা। ঐ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এসএমসির সদস্যবৃন্দের উপস্থিতে উৎসবমুখর অয়োজনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই দেয়া হচ্ছে। উপজেলার ১৩টি ইউপির সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে বিনামুল্যের নতুন বই। বই পেয়ে খুশি শিক্ষার্থী অভিভাবকরা।