ফেঞ্চুগঞ্জে ডা. দুলালের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৮:৩৮:১১ অপরাহ্ন
সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিন। আমি নির্বাচিত হলে এই জনপদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, চিকিৎসাসহ সকল সেক্টরে এক আমূল পরিবর্তন আসবে।
রোববার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগকালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, আওয়ামী লীগ নেতা কামরানুল ইসলাম কামরান, সাকিব উস সামাদ চৌধুরী, পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাসেল আহমদ টিটু, সাবেক ছাত্রনেতা রনি হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি