পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৮:৩৯:১৭ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান বলেছেন, বছরের প্রথমদিন বই উৎসব সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছতে তাদের ভালভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।
সোমবার সকাল ১১টায় নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক রমা রাণী চক্রবর্তী ও জাকির আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও এসএমপির উপ পুলিশ কমিশনার (সদর প্রশাসন) তোফায়েল আহমদ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আফতাব চৌধুরী, অভিভাবক সদস্য আয়েশা পারভিন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আহসান হাবিব। গীতা পাঠ করেন দিপান্তিতা দেবনাথ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।-বিজ্ঞপ্তি