শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের দায়িত্ব হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৮:৪২:৩২ অপরাহ্ন
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৫ সালের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। রোববার রাতে নগরীর সোবহানিঘাটস্থ একটি অভিজাত হোটেলে নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
শাহজালাল উপশহর কল্যান পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুরতুজা আহমদ চৌধুরী ও বর্তমান কমিটির নবনির্বাচিত সভাপতি এহতেশামুল হক চৌধুরীর যৌথ সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো: দিদার হোসেন রুবেল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি চৌধুরী হেলাল আহমদ, সাধারণ সম্পাদক এ.কে.এম বদরুল আমিন হারুন, প্রধান নির্বাচন কমিশনার মো: জামিলুল হক এডভোকেট, নির্বাচন কমিশনার মো: জসিম উদ্দিন, নির্বাচন কমিশনার মিছবাহ উদ্দিন চৌধুরী, ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২য় সাংগঠনিক সম্পাদক অজি মো: কাওসার, কোষাধ্যক্ষ মো: আব্দুস সালাম, প্রচার এডভোকেট মো: আশরাফ হোসাইন, দপ্তর সম্পাদক কাজী মো: আব্দুল জলিল, যুব ও ক্রীড়া সম্পাদক মো: বদরুল আলম বেলাল, সহ যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আহমদ চৌধুরী মান্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: রুহেল আলম সিদ্দিকী, সদস্য মাহমুদুর রশিদ মসরুর, ফারুক আহমদ, মো: আব্দুল হক, মো: শাহিনুর রহমান, হুমায়ুন কবীর, মাসুম ইফতেখার রসুল (সিহাব), এস.এম শিহাব রহমান, অস্থায়ী সদস্য মো: সিরাজুল ইসলাম মালিক, আব্দুল্লাহ আল মামুন (সামন)।
উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য এডভোকেট ওয়াদুদ, এডভোকেট আব্দুল মুমিন শিপু, সালেহ আহমদ, মো: ফরিদ উদ্দিন, হাজী মো: এনাম উদ্দিন, সাজেদা পারভীন, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি