হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৮:৪৭:১৬ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনি অফিস ভাংচুর করা হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়। সেসময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।