সিলেটে আদালত বর্জনের দ্বিতীয় দিন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৫:০৪:৪৩ অপরাহ্ন
দ্বিতীয় দিনের মতো সিলেটে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। ডামি নির্বাচন বাতিলের দাবী জানিয়ে তারা বলেছেন, ১৬’শ কোটি টাকার ডামি নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। মানুষের ট্যাক্সের টাকা ব্যয় করে এ ধরনের নির্বাচন জাতির সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়।
বক্তারা বলেন, বিচার বিভাগ নিরপেক্ষ না থাকায় সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা জরুরি। তারা বলেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার নীলনকশা বাস্তবায়ন করতে রাষ্ট্রকে দেউলিয়া করে তুলছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো আদালতের কার্যক্রম থেকে বিরত থেকে অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী। জেলা জজ আদালতের সামনে অবস্থান ও সমাবেশ, আদালত চত্বরে মিছিল করে ২ নং বার হলের সামনে গিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন তারা।
সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট মো. আলীম উদ্দিন, এডভোকেট মো. মুহিবুর রহমান, এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মো. আনসারুজ্জামান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট খালেদ আহমদ জোবায়ের, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মো আব্দুর রব, এডভোকেট মো. দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মো. সফিকুল ইসলাম, এডভোকেট মো.আজিম উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মো আব্দুল খালিক, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট ছমির উদ্দিন, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট মো. খোরশেদ আলম, এডভোকেট আমিনুল হক খান, এডভোকেট মো. খালেদ হোসেন, এডভোকেট শামীম আহমদ, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট মো. মহিদুল হক, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট নাসির উদ্দীন সাদিক, এডভোকেট রহমত আলী, এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট নাজমুল হুদা শাহান, এডভোকেট আসাদ উল্লাহ, এডভোকেট সুদিপ, এডভোকেট মাহি, এডভোকেট সোলাইমান আলী, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি