গোলাপগঞ্জে শমসের মুবিনের উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৫:০৮:১৩ অপরাহ্ন
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। এবার নিজ জন্মমাটির মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যেসব প্রার্থী রয়েছেন এর মধ্যে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। শেষ বয়সে আমি আপনাদের ভালবাসা চাই।তিনি সোমবার রাত ৮টায় সিলেট-৬ আসনে সোনালী আঁশের সমর্থনে আয়োজিত গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামে উঠান বৈঠকে এ কথাগুলো বলেন।ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা কাঞ্চল পালের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বক্তব্য রাখেন ইউপি সদস্য গিয়াস আহমদ, শেহনাজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাম্মাদ আহমদ, জুনেদ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, রিয়াজ আহমদ, আব্দুল মালিকসহ রফিপুর গ্রামের কয়েক শতাধিক কর্মী সমর্থক।
এদিকে, এ উঠান বৈঠকের পর লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি