দেশের ভবিষ্যত ভোটের সাথে জড়িত : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৬:১০:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আপনাদের চিন্তা করতে হবে দেশকে এগিয়ে নিবেন না পিছনের দিকে নিয়ে যাবেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সকল উন্নয়ন কাজ বাতিল করে দেয়। ৭ জানুয়ারী পট পরিবর্তন হলে আবারও সরকারের সকল গণমুখি কাজ বন্ধ হবে। আওয়ামীলীগ ছাড়া জনগণের বন্ধু কেউ নাই। এই সরকার মানুষের স্বপ্ন পূরন করে যাচ্ছে, উন্নত দেশ গড়ার লক্ষে কাজ করছে। আগামীতে শান্তিতে থাকবো না আগুনে পুড়বো তা ভাবতে হবে। দেশের ভবিষ্যত ভোটের সাথে জড়িত। ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এমপি ইমরান আহমদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ১ জানুয়ারী বেলা ২ টা থেকে শুরু হয় সভা।
উপজেলা আ’লীগ সভাপতি মো. আসলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন এনাম উদ্দিন। গীতাপাঠ করেন সন্তুষ কুমার চন্দ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেটে জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার, জৈন্তাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পনীগঞ্জের চেয়ারম্যান কালা, গোয়াইনঘাট উপজেলা আ,লীগের ষুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন চেয়ারম্যান, গোলাম রব্বানী সুমন, ডাঃ আব্বাস উদ্দিন, যুবলীগের আহবায়ক ফারুক আহমদসহ আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ছাত্রলীগ ও বিভিন্ন ইউপি নেতৃবৃন্দ।