জগন্নাথপুরে বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৬:১২:৩০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪২ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে বেজায় খুশি হন কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলাজুড়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ হাজার কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান। এছাড়া উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ চন্দ্র রায় নিশ্চিত করেছেন।
এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশীদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।