জামালগঞ্জে এড. রনজিতের নির্বাচনী জনসভা
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৬:৩৩:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগ এখন দেশের জনগণের আস্থার প্রতীক। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
তিনি সোমবার নৌকার সমর্থনে দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভা ও নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আজাদুর রহমান রতন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, ব্যবসায়ী বিমান বিহারী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সুখাইড় রাজাপুর উওর ইউপি চেয়ারম্যান নাসরিল সুলতানা দিপা, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম, সাংবাদিক ওলি উল্লাহ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি