সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৭:১৮:২০ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিস সিলেটের আয়োজনে মঙ্গলবার কবি নজরুল অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরকে তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান। এতে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিজ্ঞপ্তি