জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সহ ৫ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৭:২৫:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুরনো নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ আটক ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট মহাগনর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার অন্যরা হলেন- ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
এরআগে সোমবার দুপুরে নগরীর জেল রোড এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে গ্রেফতার দেখিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে।