সিআইপি হলেন শ্রীমঙ্গলের আফিয়া আদমজী
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৮:০২:১৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গৃহবধূ আফিয়া আদমজী।শনিবার জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। বাংলাদেশের শিল্প ক্ষেত্রে ‘সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরি’তে এ বছর একমাত্র আফিয়া আদমজী সিআইপি পদক পান। তার হাতে পদক তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আফিয়া আদমজী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কালাপুর এলাকায় অবস্থিত বিট্রিশ বাংলা কেমিক্যাল লিমিটেড এর পরিচালক এবং কোম্পানি চেয়ারম্যান ও আজমীর ময়দা মিলের স্বত্বাধিকারী নাঈম আদমজীর আপন চাচি। তাঁর স্বামী সোয়েব আদমজী।