সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৮:০৪:০৯ অপরাহ্ন
সারা দেশের ন্যায় সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্য্যালয় ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ‘সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে শেখঘাট নতুন জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মুখ থেকে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সমাজসেবা কমপ্লেক্স ভবনে হলরুমে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ জসিম উদ্দিন। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, কলামিস্ট আফতাব চৌধুরী।
রায়নগর শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী ও সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক মির্জা নিজুয়ারার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর সত্যজিৎ কুমার দাস, রিডো বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ জসিম উদ্দিন বলেন, সমাজ পরিবেশ ও মানুষের কল্যাণে যে কোন কাজ করাই সমাজসেবা। শুধুমাত্র আমরা যদি মাছ ও গাছকে অবমুক্ত করি তাহলে এর থেকে মানুষ ও সমাজ উপকৃত হবে তা কল্পনাই করা যায় না। তাই আমাদের সবাইকে সমাজের উন্নয়নে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মাদক মুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি