ঘন কুয়াশায় ঢাকার ৫ ফ্লাইট সিলেটে
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৮:১৮:১১ অপরাহ্ন
ফিরেছে ৩টি, ২টিতে ত্রুটি
স্টাফ রিপোর্টার : ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে আট ঘণ্টা নামতে পারেনি কোনো আন্তর্জাতিক ফ্লাইট। নির্দিষ্ট সময়ে ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেটে আসতে বাধ্য হয় ৫টি ফ্লাইট। এর মধ্যে ৩টি ফ্লাই মঙ্গলবার সকালে ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুটি উড়োজাহাজ আটকা পড়েছে সিলেটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রুটি না সারায় ঐ দুই উড়োজাহাজের যাত্রীদের অন্য দুটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিলো। এই সময়কার ৫টি ফ্লাইট সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এছাড়া একটি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই এয়ারপোর্টে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। তবে মঙ্গলবার (২ জানুয়ারি) ৯টা থেকে যথারীতি ফ্লাইট উঠা-নামা শুরু হয়। ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ৫টি ফ্লাইট সিলেট ও ১টি চট্টগ্রামে পাঠানো হয়। পরে মঙ্গলবার ৯টার পর সিলেটে আসা ৫টির মধ্যে ৩টি ও চট্টগ্রামে নামা একটি ফ্লাইট ঢাকায় ফিরে যায়।
এ ব্যাপারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক (স্টেশন ম্যানেজার) হাফিজ আহমদ মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদ পত্রিকাকে জানান বলেন- ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে রাত থেকে সকাল পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টায় বিভিন্ন এয়ারলাইনের শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে আগত ৫টি ফ্লাইট সিলেটে চলে আসে। (মঙ্গলবার) সকাল ৯টার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেট থেকে ৩টি ফ্লাইট ঢাকায় ফিরে যায়। তবে ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেগুলো যেতে পারেনি। এই দুই ফ্লাইটের যাত্রীদের অন্য দুটি ফ্লাইটে ঢাকায় পাঠনো হয়েছে। ত্রুটিযুক্ত দুই উড়োজাহাজ ঠিক করতে সংশ্লিষ্ট টিম কাজ করছে।