দক্ষিণ সুরমায় কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ১০:০১:১৩ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় পলিটেকনিক্যাল ইনিস্টিউট গেইট সংলগ্ন বিদ্যানিকেতন স্কুলে শীতার্তদের মাঝে মঙ্গলবার (২ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়েছে। জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় ইনফো বাংলা ও সিলেট রক্তদান অনুসন্ধানে আমরা এর উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক ইনফোবাংলা সিলেটের ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, ইস্পাহানি টি লিমিটেড এর সিলেট এ্ বিভাগীয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, সমাজকর্মী প্রশান্ত লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি