জুড়ীতে আহমেদ রিয়াজের নির্বাচনী সভা
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:১৩:৩৯ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, মৌলভীবাজার-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিন পনেরো বছরের এমপি, হুইপ ও মন্ত্রী। ভোট চুরি করে এমপি, মন্ত্রী হয়েছেন। ওয়াদা করেও লাতুর ট্রেন চালু করতে পারেন নাই। হাকালুকি হাওরের উন্নয়নে কোনো প্রকল্প নিতে পারেন নাই। বঙ্গবন্ধু সাফারী পার্ক কাজ শুরুর আগেই লুটে খাওয়ার পরিকল্পনা হচ্ছে।
মঙ্গলবার রাত পৌনে আটটায় জুড়ী শহরের জোনাকী বিপনীর সামনে জাতীয় পার্টি আয়োজিত লাঙ্গল মার্কার নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে সভায় জুড়ী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।