সিলেটে আদালত বর্জনের তৃতীয় দিন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:১৬:৪২ অপরাহ্ন
৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে ‘নির্বাচনী ভাগ-বাটোয়ারা দিবস’ হিসেবে লিপিবদ্ধ হবে
জাতীয় নির্বাচনের নামে আসন ভাগ-বাটোয়ারা বন্ধ করে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করার দাবী জানিয়েছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। তারা বলেছেন, সরকার নিজের প্রার্থী, নিজের ভোটার, নিজের এজেন্ট দিয়ে একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচন জাতির সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়। তারা বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী ভাগ-বাটোয়ারা দিবস হিসেবে লিপিবদ্ধ হবে। এ রকম পাতানো নির্বাচন পৃথিবীর কোনো দেশেই আর কখনো হয় নি।
ডামি নির্বাচন বাতিল, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে সপ্তাহব্যাপী আদালত বর্জনের তৃতীয় দিনে বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত আদালতের স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত থেকে সিলেটের আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি, সমাবেশ ও মিছিল করেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট সমর্থক বিপুল সংখ্যক আইনজীবী। জেলা জজ আদালতের সামনে সমাবেশে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সভাপতি এডভোকেট মো আলীম উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ও মিছিলে অংশগ্রহণ করেন সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফার, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট মো. মুহিবুর রহমান, এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট খালেদ আহমদ জোবায়ের, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মো. আব্দুর রব, এডভোকেট মো দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মো. সফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মো. আব্দুল খালিক, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট সোহেল মিয়া, এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট আব্দুল হালিম রায়হান, এডভোকেট আহমদ রেজা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট সাইফুল, এডভোকেট রুহিনা বেগম, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট মো. খালেদ হোসেন, এডভোকেট শামীম আহমদ, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট মো. মহিদুল হক, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট নাসির উদ্দীন সাদিক, এডভোকেট রহমত আলী, এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট নাজমুল হুদা শাহান, এডভোকেট আসাদ উল্লাহ, এডভোকেট সৈয়দ দেলোয়ার হোসেন, এডভোকেট আশরাফুল আলম মাহি, এডভোকেট সোলাইমান আলী, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট গোলাম আযম, এডভোকেট ইয়াসিন খান, এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট শাহেদ আহমদ, এডভোকেট শাওরিন আক্তার শিমু, এডভোকেট নাদিরা বেগম ও এডভোকেট আলা উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি