সুধীজনদের সাথে নকশী বাংলা ফাউন্ডেশনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:২২:১৩ অপরাহ্ন
নকশী বাংলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তাইজুল ফয়েজের দেশে আগমন উপলক্ষে সংগঠনের সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।সংগঠনের সাধারণ সম্পাদক রোটাঃ মাজহারুল ইসলাম জয়নাল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুহাম্মদ উসমান গণির পরিচালনায় মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাইজুল ফয়েজ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী কাপ্তান হোসেন, এনজিও সংস্থা পরিবর্তন এর চেয়ারম্যান মিসবাহ আহমদ, প্রবাসী সংগঠক ফয়সল উদ্দিন, সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সমাজসেবী ফকু চৌধুরী, প্রবাসী রুজি বেগম, আজীবন সদস্য নেছার আহমদ জামাল, পাঠাগার সম্পাদক মোসলেহ উদ্দিন মিলাদ, জামাল উদ্দিন, আহমদুল কবির, আব্দুল আহাদ, জুবের আহমদ প্রমুখ।সভায় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি