ছাতকে ফরিদ ও আনোয়ারকে গ্রেফতারে মিজান চৌধুরীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৬:৪৮:১১ অপরাহ্ন
ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। কারান্তরীণ সকল নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করছে দেখে বাকশালী সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তারা বিরোধীমতের নেতাকর্মীদের গণগ্রেফতার ও হামলা-মামলার পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। বিজ্ঞপ্তি