নৌকার সমর্থনে ৫নং ওয়ার্ডে মহিলা সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৮:০৩:১৮ অপরাহ্ন
সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি’র সহধর্মিনী সেলিনা মোমেন বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এই প্রতীকের বিজয় হলে দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল থাকে। দেশ মাটি ও মানুষের স্বার্থে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ড. মোমেনকে বিজয়ী করুন।
সেলিনা মোমেন মঙ্গলবার রাতে নগরীর শাহী ঈদগায় সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের সার্বিক সহযোগিতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন এর পক্ষে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুন নেছা হেনা’র সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন জাকিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ। বক্তব্য রাখেন সিসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী রুনা বেগম।
আবুল হাছান চৌধুরী শাওন-এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, এনমুল হক, মুকুল চৌধুরী, বদরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ সহ ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি