জকিগঞ্জে বিএনপি নেতা তোফায়েল বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৮:০৮:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত পত্রে এই বহিস্কারাদেশ প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জানা গেছে, গত কয়েকদিন আগে তোফায়েল চৌধুরী আওয়ামী লীগের নির্বাচনী মঞ্চে ওঠে বক্তব্য দিলে বিষয়টি নজরে আসে বিএনপির। এর প্রেক্ষিতে তাকে বহিস্কার করে দলটি।