বিএনপি-জামায়াত নির্বাচনী ট্রেন মিস করেছে : পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ৮:৩০:৫০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, এবার কোনো আসন পাবেনা বলেই বিএনপি নির্বাচনে যায়নি। তাদের ভোট চাওয়ার অধিকার নাই। নির্বাচন বর্জনের নামে জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনে বাঁধা দিলে এদেশের মানুষ তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে যাবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে। বিএনপি-জামায়াত এবারের নির্বচনী ট্রেন মিস করেছে।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা বড়লেখা সদর ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত পৌরশহরের উত্তর চৌমুহনীতে নৌকার সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, আশরাফ আহমদ, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।