বিশ্বনাথে সুষ্ঠু নির্বাচন নিয়ে মুহিবুর রহমানের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ৯:০৪:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ ওসমানীনগর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান নির্বাচনে কালোটাকা ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে সুষ্টু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের পর থেকে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি একজন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন সেই প্রার্থী এলাকায় প্রভাব বিস্তার করে বিএনপির ভোটারদের ভোটে আসতে বাঁধা দিচ্ছেন।
মুহিব বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অসহযোগিতা পাচ্ছেন। তাই তিনি নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করছেন। তিনি বলেন আমরা শুনেছি রাতে ভোটের সরঞ্জামাদি ভোটকেন্দ্রে নিয়ে আসা হবে। তাই তিনি এসব সরঞ্জামাদি রাতের বদলে সকালে আনার দাবি জানান।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথম থেকেই তাকে নির্বাচনে হয়রানি করছে। আইনী লড়াইয়ে প্রার্থীতা পেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু এখন কালোটাকা ও পেশীশক্তির কাছে ভোট নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছি। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।