কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৫:৪৩:৫৯ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১১৮২তম সাহিত্য আসর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতির বক্তব্য রাখেন পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের।
সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন হুসাইন ফাহিম। আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, তাসলিমা খানম বীথি, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দাদন, নাহিদা নার্গিস, ইমদাদুল হক, আতাউর রহমান বঙ্গী, জুবের আহমদ সার্জন ও ফরিদ আহমদ। আসরে গান পরিবেশন করেন কুবাদ বক্ত চৌধুরী রুবেল ও লিলু মিয়া। বিজ্ঞপ্তি