সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৭:২৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে সকল ধরনের সভা, সমাবেশ ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৯ জানুয়ারি বিকাল পর্যন্ত সিলেট জেলা ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ ও শোভাযাত্রা বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।