নির্বাচনের নিরাপত্তায় এসএমপির ২ হাজার সদস্য
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৭:২৮:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার আসন হলো সিলেট-১। এ আসনটি সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, সাত ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত। এরমধ্যে বেশিরভাগ এলাকাই সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন।
এছাড়াও সিলেট-২ ও সিলেট-৩ আসনের কিছু অংশও এসএমপির আওতাভূক্ত। ভোটের দিনের নিরাপত্তায় তাই ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট-১ আসনসহ তিনটি আসনের এসএমপির আওতাধীন এলাকাগুলোতে মোট ২৯৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোট ২০৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ৮৮টি সাধারণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ৩ জন করে মোট ২৬৪ জন পুলিশ সদস্য। আর ২০৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্বে থাকবেন ৪ জন করে ৮২৪ জন।
এছাড়া ৬০টি মোবাইল টিমে ৬ জন করে মোট ৩৬০ জন পুলিশ সদস্য টহল দেবেন নির্বাচনী এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৮ জন করে আরো ১২৬ জন থাকবেন ৭টি থানায়।
এর বাইরে ৪৭৬ জন পুলিশ সদস্য নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব যেমন- ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমাণ আদালতে, পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।