সুনামগঞ্জের ৫টি আসনে ২ টিতে নৌকা এবং ৩ টিতে হাডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৫:২০:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনে নৌকার সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ধরা হচ্ছে। এ আসনে নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, কেটলী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম আহমদ ঈগল প্রতীকে শক্ত প্রার্থী হিসেবে রয়েছেন। তিনজনই একদলের হওয়াতে আওয়ামী লীগে বিভক্তি রয়েছে। এ আসনে ত্রিমুখী লড়াই হবে।
সুনামগঞ্জ-২ আসনে বর্তমান এমপি সুরঞ্জিত পত্মী জয়া সেন গুপ্তা কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এ আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে তার পরিচিতি নেই। নির্বাচনী এ আসনটিতে জয়া এবং আল আমিনের মাঝে হাডাহাড্ডি লড়াই হবে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছেনা কে হাসবে বিজয়ের হাসি।
সুনামগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভোটে অপ্রতিদ্বন্দ্বি। এ আসনে আরও চার প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বি জমিয়ত ছেড়ে তৃণমূলের ব্যানারে প্রার্থী হওয়া শাহিনুর পাশা স্থানীয়ভাবে বিতর্কিত অবস্থানের কারণে পিছিয়ে আছেন।
সুনামগঞ্জ-৪ আসটিতে আওয়ামী লীগের প্রার্থী ড. সাদিকুর রহমানকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পীর ফজলুর রহমান। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একাট্টা হওয়ায় নৌকার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি মনে করছেন স্থানীয়রা।
সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আবারো নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এ আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকে দলের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। আসনটিতে আরও সাতজন প্রার্থী থাকলেও তারা আলোচনায় নেই। এ আসনের ভোটাররা মনে করছেন ভোটের মাঠে দুজনই কম্পিটশনে আছেন। এখানে লড়াই হবে হাডাহাড্ডি।