সুনামগঞ্জে ৩০৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৬:১৬:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পাঁচটি আসনের ৭০০ ভোটকেন্দ্রের মধ্যে ৩০৫ টিকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে জেলা রিটার্নিং অফিস। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় আনসার সদস্য ছাড়াও তিনজন করে পুলিশ থাকবে। ৩৯৫টি সাধারণ কেন্দ্রে আনসারের সঙ্গে থাকবে দুইজন করে পুলিশ সদস্য। রিটার্নিং অফিস ও জেলা পুলিশের দায়িত্বশীলরা এমন তথ্য জানান।
জানা যায়, জেলার সাতশ কেন্দ্রের মধ্যে অতীতে গোলাযোগ হয়েছে, বেশি ভোটার এবং যোগাযোগে প্রত্যন্ত এবং বিএনপি প্রভাবিত কেন্দ্রসহ নানা বিবেচনায় ৩০৫ টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণে পর্যাপ্ত আনসার সদস্য এবং তিনজন করে পুলিশকে শৃঙ্খলার দায়িত্বে রাখা হচ্ছে। এছাড়া ৩৯৫ টি সাধারণ ভোটকেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য ও আনসারদের রাখা হয়েছে। দুর্গম উপজেলায় ভোট গ্রহণ সামগ্রী শুক্রবার ও শনিবারে পৌছানো হয়েছে। ব্যালট পেপার পৌঁছানো হবে ভোটের দিন ভোরে। এদিকে জেলা রিটার্নিং অফিস ও পুলিশের পক্ষ থেকে জেলায় ৩০৫ টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষ থেকে আরও কিছু কেন্দ্রকে গুরুত্ব দেবার জন্য বলা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ জানিয়েছেন, দুর্গম কেন্দ্রে শুক্রবার ভোট গ্রহণ সামগ্রী পৌঁছে গেছে। শনিবার যাবে অন্যান্য কেন্দ্রে। রোববার অর্থাৎ ভোটের দিন ভোরে ব্যালট পেপার পৌঁছানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বললেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১৮৩২ জন পুলিশ সদস্য, কেন্দ্রে ও মোবাইল টিমে কাজ করবে। এছাড়া সেনাবাহিনী, র্যাব ও বিজিবি আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।