সুনামগঞ্জ-৩ আসন থেকে লড়ছেন ৪ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৭:১৬:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: চলতি ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৌফিক আলী মিনার (লাঙ্গল) ও যুক্তফ্রন্টের শরীকদল বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। এ ৪ জন প্রার্থীর মধ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা ও বাকি ৩ জনই জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
এদিকে-নির্বাচনটি শান্তিপর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে সুনামগঞ্জ-৩ আসনের একাংশ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৬ জানুয়ারি শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আল-বশিরুল ইসলাম জানান, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবারের মধ্যে উপজেলার সকল ভোটকেন্দ্রে ভোট গ্রহণের মালামাল পৌঁছে গেছে। রোববার ভোরে পৌঁছে যাবে ব্যালট পেপার। এখন শুধু ভোট গ্রহণের পালা। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এতে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রিজাইডিং অফিসার, পোলিং ও আনসার-ভিডিপি সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই দিনব্যাপী দায়িত্ব পালন করবেন।