জৈন্তাপুরে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৭:২৪:২৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় নির্বাচনী যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জৈন্তাপুরে ৪৬ ভোট কেন্দ্রে ভাটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটের যাবতীয় মালামাল প্রেরণ করা হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানিয়েছেন, নিবার্চনে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং উপজেলার ৬টি ইউনিয়নে মোবাইল টিম দায়িত্বে রয়েছে। তিনি জানান, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন সেনাবাহিনী মাঠে তৎপর থাকবে। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নিবার্চন কর্মতর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, জৈন্তাপুরে ৪৬ ভোট কেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৯ জন, মহিলা ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮শত ৪৮ জন রয়েছেন।
নির্বাচন উপলক্ষে সকাল ৯ টায় জৈন্তাপুর মডেল থানা আয়োজিত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ-আনসার ভিডিপি’র সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করে দিকে-নিদের্শনামুলক ব্রিফিং করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার সিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা নিবার্চন র্কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম) জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জন গুরুত্বপূর্ন কেন্দ্র বিবেচনা করে ২/৩ জন পুলিশ এবং ৮/১০ জন করে আনসার-ভিডিপি’র সদস্যরা দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে সকল ভোটারদের প্রতি আহবান জানান।