কোম্পানীগঞ্জে দুর্গম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৭:২৫:২৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম ১২টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় ভোটের আগের দিন উপজেলা থেকে এই ১২টি কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হয়। এই ১২টি কেন্দ্র ছাড়া বাকি ২৮টি কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা হবে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়, শিমুলতলা নোয়াগাঁও স: প্রা :বি, নতুন জীবনপুর স: প্রা: বি:, শিবপুর স: প্রা: বি:, পারকুল স: প্রা: বি:, পুটামারা স: প্রা: বি, ইছাকলস স: প্রা: বি, কলাপাড়া যোগিরগাঁও দা: মা:, ফেদারগাঁও স: প্রা: বি:, রনিখাই হুমায়ূন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, কামালবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বতুমারা নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে আনসার ও পুলিশ সদস্যদের পাহারায় ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হয়।
উপজেলা থেকে দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্স প্রেরণের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামাল প্রমুখ।