হরতালে স্বাভাবিক সিলেট বিএনপির মিছিল-পিকেটিং
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৭:৪২:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। টানা তিনদিনের প্রথম দিনে সিলেটে ছিলো না হরতালের তেমন উত্তাপ। নগরের ভেতরে যান চলাচল ছিলো স্বাভাবিক। এছাড়া বেলা বাড়ার সঙ্গে খুলতে শুরু করে দোকানপাট। সব স্বাভাবিক থাকলেও রাস্তাঘাটে মানুষ চলাচল কম।
এদিকে, হরতালের সমর্থনে শনিবার সকালে নগরীতে বিএনপি ও যুবদল মিছিল ও পিকেটিং করেছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে নেতাকর্মীরা সটকে পড়েন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন ,৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, মহানগর যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, এম এ সালাম, সাহেল রহমান, রিপন চৌধুরী, সিহাব খাঁন, নুর মোহাম্মদ খান তাইফুর, মাকসুদুল করিম ইমন, ছবরুল ইসলাম নেপুর, সাইফুল ইসলাম, সামাদ হোসেন সাজু, সাদ্দাম হোসেন লিটু, মুজিবুর রহমান রাহাত, হুমায়ূন কিবরিয়া জুনেল, জামিল আহমদ, রুবেল আহমদ, আমিনুল হক তুহিন, আবুল হোসেন, লায়েক আহমদ, সোয়েব আহমদ, পারভেজ আহমদ, তানজিম হোসেন লিটন, শামসুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন রিদয়, জুনেদ আহমদ, মুর্শেদ মিয়া, শাগর আলী ও মিলাদ প্রমুখ।