গোয়াইনঘাটে ভাইস চেয়ারম্যানের ভ্রাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৯:২১:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েসের বড়ো ভাই এবং সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সামাদ কুটিমিয়ার ছেলে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের বাসিন্দা গোলাম সারওয়ার সুহেল ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এরআগে রাত ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে পরে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার বাদ আসর জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।